ইচ্ছা
পাখি যদি হতাম
থাকত দুটি ডানা
যেথায় সেথায় উড়ে যেতাম
করত না কেউ মানা ।
পাহাড় চুড়ায় উঠতাম আমি
ছুয়ে যেতাম আকাশ,
অনেক সুখে আছি আমি
দিতাম তারই আভাস।
পারি দিতাম সবুজ মাঠ
খেলতাম দলবেঁধে
সারাদিন মজার শেষে
ফিরে আসতাম নীড়ে
রাতের আকাশ উঠত তারা
উঠত গোল শশী
সবমিলে থাকতাম ভালো
হয়ে সুন্দর পাখি।
ইচ্ছা
Reviewed by Unknown
on
3:56 PM
Rating:
No comments: