What is a SEO Title Tag? Friends Club ICT
আজ আমি আপনাদের সাথে আলোচনা করব টাইটেল টাগ কথা না বাড়িয়ে কাজে আসা যাক।
এটা খুবই গুরত্বপূর্ন একটা Web পেজের জন্য। User এবং Search Engine উভয়কে এটা বলে দেয় যে, পেজের ভিতর কি আছে ।অর্থ্যাৎ একটা Title একটা Page এর সরাংশ।আপনার Page Title হতে হবে এমন যাতে এটা আপনার Site, আর অন্য কোন Page Titler সাথে মিলে না যায় । অর্থ্যাৎ unique এবং নির্ভূল। Search Result যখন আমরা Browser দেখি তখন Page Title সবার আগে প্রথম Lien থাকে। যেমন নিচরে ছবিতে দেখানো হল
এটা খুবই গুরত্বপূর্ন একটা Web পেজের জন্য। User এবং Search Engine উভয়কে এটা বলে দেয় যে, পেজের ভিতর কি আছে ।অর্থ্যাৎ একটা Title একটা Page এর সরাংশ।আপনার Page Title হতে হবে এমন যাতে এটা আপনার Site, আর অন্য কোন Page Titler সাথে মিলে না যায় । অর্থ্যাৎ unique এবং নির্ভূল। Search Result যখন আমরা Browser দেখি তখন Page Title সবার আগে প্রথম Lien থাকে। যেমন নিচরে ছবিতে দেখানো হল
ব্যবহারকারী যে Keyword দিয়ে Search করবে । সেই Keyword যদি Search Result Bold করে দেখায়। তাও আবার পুরো Page Title টি, তাহলে আপনার সাইটের Visitor অনেক গুন বেড়ে যাবে। যা আপনি কল্পনা করতে পারবেন না্ । Page Title সব সময় এমন দিবেন।যেটার Page এর কনটেন্টের খুব মিল আছে। খুব বড় Title দেওয়া ভাল না।এতে অনেক অপ্রয়োজনীয় শব্দ Title চলে আসে । আর খুব বড় Title হলে Google এর সম্পূর্ন নয় বরং কিছু অংশ দেখায়। সবচেয়ে ভাল আপনার Page Title হবে ছোট,প্রাসঙ্গিক এবং তথ্যবহুল। Title দেওয়ার আগে আপনি ভাববেন যে, আপনি যদি এই বিষয়ে Google Search দিতেন, তাহলে কি লিখে Search করতেন। সবচেয়ে ভাল হয়, যদি আপনি Keyword রির্চাজ করে । তারপর সেই Keyword উপর ভিত্তি করে ভাল মানের অর্থ সহ একটা Title তৈরি করেন।
আমার লেখার মাঝে কিছু ভুল থাকলে ক্ষমা করবেন। যদি আপনাদের সারা পাই তাহলে আরও ভাল তথ্য নিয়ে হাজির হব। সবাই ভাল থাকবেন। এবং নিয়মিত আমাদের লেখা পবার জন্য সাটিতে FOLLOW BY EMAIL এখানে আপনি যদি FOLLOW দিয়ে রাখেন তাহলে যখনই আমরা নতুন কোন পোষ্ট করব। তা আপনার কাছে পৌছে যাবে। এবং পোষ্টা পড়ে আপনার কাছে কেমন লাগলো তা মন্তব্য করুন।
আমার লেখার মাঝে কিছু ভুল থাকলে ক্ষমা করবেন। যদি আপনাদের সারা পাই তাহলে আরও ভাল তথ্য নিয়ে হাজির হব। সবাই ভাল থাকবেন। এবং নিয়মিত আমাদের লেখা পবার জন্য সাটিতে FOLLOW BY EMAIL এখানে আপনি যদি FOLLOW দিয়ে রাখেন তাহলে যখনই আমরা নতুন কোন পোষ্ট করব। তা আপনার কাছে পৌছে যাবে। এবং পোষ্টা পড়ে আপনার কাছে কেমন লাগলো তা মন্তব্য করুন।
What is a SEO Title Tag? Friends Club ICT
Reviewed by Unknown
on
11:06 AM
Rating:
No comments: