Microsoft Word 2007 এ Picture বা Image সংযোাজন করা | Part - 19
আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ডুকুমেন্ট এ ছবি আনতে হয়। ডকুমেন্টে বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি সংযোজনের দরকার হতে পারে। সাধারণত দুই ধরনের ছবি ব্যবহৃত হয়। একটি হচ্ছে Clip Art অর্থাৎ ড্রয়িং Art । এই ছবি গুলো কম্পিউটারে আঁকা হয় এবং বিভিন্ন অংশে বিভক্ত । এ ছাড়া অন্য ছবিগুলোর নাম ইমেজ ।
Image আনা ঃ আগেই বলেছি Clip Art ছাড়া ও Word এ ইমেজ আনা যায়। নিচের কমান্ড গুলো ফলো করুনঃ
মেনু থেকে Insert Ribbon Select করুন। এখান থেকে Illustration কমান্ড গ্রুপ থেকে Picture ক্লিক করুন।
নিচের চিত্র দেখুন।
তারপর নিচের মত Insert Picture নামে একটা ডায়লগ বক্স আসবে।
এই ডায়লগ বক্স হতে আপনার ছবির ফাইলের অবস্থান সিলেক্ট করতে হবে। আপনার কম্পিউটারে কোন ড্রাইভে এবং কোন ফোল্ডারের মধ্যে ছবি আছে সেটি আগে থেকেই জেনে নিতে হবে।
তারপর ছবি আসবে। নিচের চিত্রের মত।
Image আনা ঃ আগেই বলেছি Clip Art ছাড়া ও Word এ ইমেজ আনা যায়। নিচের কমান্ড গুলো ফলো করুনঃ
মেনু থেকে Insert Ribbon Select করুন। এখান থেকে Illustration কমান্ড গ্রুপ থেকে Picture ক্লিক করুন।
নিচের চিত্র দেখুন।
তারপর নিচের মত Insert Picture নামে একটা ডায়লগ বক্স আসবে।
এই ডায়লগ বক্স হতে আপনার ছবির ফাইলের অবস্থান সিলেক্ট করতে হবে। আপনার কম্পিউটারে কোন ড্রাইভে এবং কোন ফোল্ডারের মধ্যে ছবি আছে সেটি আগে থেকেই জেনে নিতে হবে।
তারপর ছবি আসবে। নিচের চিত্রের মত।
এবার যে ছবিটি নিবেন তা সিলেক্ট থাকা অবস্থায় উপরের লাল দাগ দেওয়া Insert বাটনে ক্লিক করুন। আপনার পিকচার আপনার ডুকুমেন্টে চলে আসবে। তবে। মনে রাখবেন , আপনার কার্সার ডুকুমেন্টের যে স্থানে থাকবে । সেখানে পিকচার আসবে। যদি লেখার মাঝে থাকে তাহলে সেখানে আসবে।
ধন্যবাদ সবাইকে।
Microsoft Word 2007 এ Picture বা Image সংযোাজন করা | Part - 19
Reviewed by Unknown
on
12:46 PM
Rating:
Exciting world class learning apps in bd like never before..
ReplyDeletevisit us to the link
https://exampreparation.study