SEO Friendly Link Structure | Friends Club ICT
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ।কিভাবে
SEO Friendly Link স্ট্রাকচার
তৈরি করতে হয়।
Link Structure খুব
সহজ,
এবং
বোধগম্য রাখুন
যাতে
Search Engine এবং User উভয়েরই
পড়তে
এবং
বুঝতে
সুবিধা
হয়।অনেক সময়
দেখা
যায়
। URL এমন থাকে
যে,
বুঝাই
যায়না
এসময়
User
কপালে
বিরক্তির ভাজ
পড়তে
পারে।সবচেয়ে ভাল,
আপনি
ID
বা
অবোধগম্য কোন
প্যারামিটার URL এ
ব্যবহারের চেয়ে
এমন
শব্দ
জুড়ে
দিন
যেটা
দেখেই
যেন
Page
সমন্ধে
একটা
ধারনা
হয়ে
যায়।
URL Search Result সবার নিচে (টাইটেল এবং
এরপর
সরাংশের নিচে)
দেখায়।URL
এ
সেশন
ID
বা
অপ্রয়োজনীয় প্যারামিটার ব্যবহার থেকে
বিরত
থাকুন। বরং URL নিচেরমত হওয়া
ভাল।
URL এ
অপ্রয়োজনী শব্দ
ব্যবহার করা
থেকে
দূরে
থাকা দরকার । আরেকটা সবচেয়ে গুরত্বপূর্ন বিষয় হচ্ছে প্রতিটি Page
বা
কনটেন্টের একটি
মাত্র
URL রাখা।একই Page
যদি
একাধিক
URL থাকে
Search Engine কিন্তু আলাদা আলাদা Page মনে করে
। ফলে
রাংকিংও সেভাবে
দিয়ে
থাকে
। যদি
দেখেন
যে
আপনার
সাইটের
একটা
Page
কয়েকটা
URL তাহলে
301
রিডাইরেক্ট একটা
মেথড
আছে
। এর
মাধ্যমে সব
URL কে
একটা
পছন্দনীয় URL এ
নিতে
পারেন।এই মেথডে
htsccess ফাইলের
মাধ্যমে এটা
করা
যায়।এজন্য এপাচি
সার্ভারের এই
ফাইলটিতে Cod লিখে
এই
পরিবর্তন আনতে
পারেন। আর যদি
301
রিডাইরেক্ট মেথড
ব্যবহার না
করেন
তাহলে
ক্যানোনিকাল URL ব্যবহার করতে
পারেন।
URL এ
ছোট
হাতের
অক্ষর
ব্যবহার শোভনীয়,ছোট বড় হতের
একসাথে
করলে
দেখতেও কেমন একটা খারাপ
লাগে,আসলে এটা এড়ানো
উচিৎ।
ধন্যবাদ সবাইকে পোষ্টটি পড়ার জন্য ।
পোষ্টটি পড়ে আপনার কাছে কেমন লাগলো তা জানালে ভাল লাগতো।
SEO Friendly Link Structure | Friends Club ICT
Reviewed by Unknown
on
6:30 AM
Rating:
No comments: