কেন যে তোমাকে বেসেছিলাম ভাল

শামীম আহম্মেদ জয়

কেন যে তোমাকে বেসেছিলাম ভাল
তাইতো জীবন আমার সুখ খুজে পেল
আবেগ তোমার প্রতি মগ্ন হয়েছিল
দূরের নীল আকাশের চাঁদ নিকটে এসেছিল
প্রবল বর্ষার জলে সব ময়লা পরিস্কার হলো
তাই অচেনা অজানা মনটা  অপন করে নিল
স্তান পেল প্রাণের স্তন্তে গভীর ভালবাসা
মিশে গেছে প্রতিটি রক্তের কণিকা
প্রথম যারে হুদয় টানে যায় না ভোলা কোনদিনে
ভুলে থাকার একটাই উপায়
আর সেটা তো সোজা কথা নয়
অঙের সমস্ত ফেলে দিতে হবে রক্ত
কেন যে তোমাকে বেসেছিলাম ভাল কেন যে তোমাকে বেসেছিলাম ভাল Reviewed by sagor on 11:57 AM Rating: 5

No comments:

Powered by Blogger.