তুমি আসবে বলে
শামীম আহম্মেদ জয়
তুমি আসবে বলে জ্বালিয়েছি
আমি আমার আধার ঘরে প্রদিপ
সে দিন আমায় কথা দিলে
আমার বাড়ি আসবে বলে
তুমি আসবে বলে গতকাল
জোসনা রাতে জেনাকির হাতে
চিঠি পাঠিয়ে ছিলে
তুমি আসবে বলে আঙিনায়
আমি অপেক্ষা করছি জোসনায় ভিজে ভিজে
তুমি আসবে বলে আমি এখনো পথ চেয়ে আছি
তুমি আসবে বলে
Reviewed by sagor
on
11:52 AM
Rating:
No comments: