শুধু দুজনে

আজ বসন্ত হাওয়ার মন দোলে
হৃদয়ে আমার তোমার কথা বলে
তাইতো মন করে আনমনা
সেদিন এলাম শিশু উদ্যানে
ঘুরেছি দুজনা -।
তোমার কোলে রেখেছি মাথা 
বলেছি কতো কথা-।
তুমি মুথ ঢেকেছিলে বোরখার আড়ালে
নিস্চুপ কন্ঠে তুমি বললে কথা
নয়ন ছিলা সজলে।
সারাটা দিন কেটেছে শত কথায় শত ব্যাথায়
শত ব্যাকুলতায়
স্মৃতিগুলো আকড়ে থেকো
বলেছে প্রতিলতায়।
শুধু দুজনে শুধু দুজনে Reviewed by sagor on 11:30 AM Rating: 5

No comments:

Powered by Blogger.