তরমুজ চুরি

জি, মোস্তফা
হযরতের তরমুজ ভিটায়, গেল চোর রাত দশটায়,
টোল থেকে এক আওয়াজ আসে, কে ওখানে সব দেখা যায়।
শুনে কথা ছালাম সবুজ,দৌড়ে পালায় হয়ে বে হুস,
রাত বারটায় আবার আসবে, এখন টোলে জাগা মানুষ। 
পাকা তরমুজ খাওয়ার লোভে , রাত বারটায় আবার এল,
একই কথা সব দেখা যায়, আবার তারা শুনতে পেল।
দৌড়ে পালায় ফের ধমকে, এবার তারা গোষ্ট করে ,
হযরত থাকে কোন হালতে, যেতেই হবে টোলের ধারে।
যেয়ে দেখে টোলের কাছে , লেপ জড়িয়ে শুয়ে থেকে, 
সব দেখা যায় একই কথা , বারে বারে যাচ্ছে বকে,
হযরতের সেই কোষেশ বুলির , ভেলকি বাজি পড়ল ধরা ,
দুইশ ফিটের লম্বা দড়ি , লেপের লেপের কোণায় মারলো গিরা ।
সবুজ মিয়া অগ্র ভাগে , দড়ি এবার টানতে থাকে ,
হযরত দেখে লেপ খানি তার, দৌড়ে যাচ্ছে কোন বিবেকে।
দৌড় দিল লেপের পিছে , লেপ যায় তার আগে আগে.
ছালাম এবার তরমুজ তোলে , টপ টপা টপ ক্ষিপ্ত রাগে।
কিছু দুর পথ যেতে যেতে , হযরত হঠাৎ থুমকে দাঁড়ায়,
নিশ্চয় এ কাজ দ্যাও দানবের , বাঁচতে হলে জলদি ভাগায়।
ছালাম সবুজ ম্যাজিক করে , কৃপণের ধন করল চুরি,
তাই বলে এই পাপের কাজ , আমরা যেন কেউ না করি।

সমাপ্ত
তরমুজ চুরি তরমুজ চুরি Reviewed by sagor on 6:59 PM Rating: 5

No comments:

Powered by Blogger.