মসকরি
জি, মোস্তফা
আমার বাড়ির উত্তর পাশ্বে , মজীদ আকন্দের বাড়ি,
আশরাফ নামের ভাইস্থা তার , প্রায় করে মসকরি।
মাঝে মধ্যে রাগা রাগি হয় , মসকরি বোঝা ভার,
দুর থেকে অনুমান হয় , আজ হবে ঠিক মাডার।
একদিন ঠিক দুপুর বেলা , ঘটল কি জন্জাল,
গ্রামের মানুষ ছুটে এল , দেখে সে এ হাল।
মজীদ আকন্দের শশুর শাশুরি কাঁন্না চোখ নিয়া ,
বিলাপ করে ছুটে আসে , গ্রামের মধ্য দিয়া ।
বাড়িতে ঢুকে কাঁন্না কন্ঠে ডাকলো, ও রশনা,
জামাই নাকি মরে গেছে , তুই আগে কবি না ।
কাক ভোরে আজ আশরাফ যখন, মৃত্যু খবর দিল ,
প্রাণ পাখি মোর দেহ ছেড়ে , শূন্যে উড়াল গেল।
এসব শুনে মজীদ আকন্দ. লাঠি হাতে ধরে ,
বেঁচে থাকতে মরার খবর , কেমন ভাবে করে।
মানুষ না জানোয়ার ও , খোঁজে সারা গ্রাম,
যতই সে আজ ভাইস্তা হউক , ভুলাবে বাপের নাম।
সাত দিনেও আশরাফ আর, আসেনা গ্রামের ছাঁয়।
আত্বীয়দের খাওয়াতে মজীদের পাঁচশ খরচ হয়।
সমাপ্ত
মসকরি
Reviewed by Unknown
on
12:36 PM
Rating:
No comments: