গল্প শোনা গল্প



এক দেশে এক রাজা ছিল”

তার একটা ই”্ছা ছিল,

সে তার রাজ্যে একটা ঘোষণা দিল,

তাকে এমন একটা গল্প শুনাতে হবে যার শেষ নেই।

আর যদি করো গল্প শেষ হয় তবে তার প্রাণ যাবে।

আর যে পারবে তাকে রাজ্যে লিখে দেওয়া হবে।

আর তাকে রাজকন্যার সাথে বিয়ে ও দেওয়া হবে।

অনেকের গল্প শুনতে শুনতে শেষ হয়ে গেল,,,

আর তাদের প্রাণ দন্ড হল।

তার পর অতি চালাক বল্টু এল,,,,

’’’’’’’’’বল্টুর গল্পের নি¤œ রুপ’’’’’’’

রাজার তিনটা ধানের গোলা ছিল,

গোলায় কয়েক’শ টণ ধান ছিল,

লেখক:   মুঁই

একটা কবুতর প্রতিদিন একটা করে ধান খেয়ে যেত-

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

পরের দিন আবার একটা,,

এভাবেই চলতে থাকে দিনের পর দিন

দিনের পর দিন,,

দিনের পর দিন,,,

মাসের পর মাস,,,,

মাসের পর মাস,,,,,,,,,,

রাজার গোলার ধান আর শেষ হয় না,,

রাজা বিরক্ত হয়ে গেল,,,

কিন্তু গল্প আর শেষ হলনা,,,,,

বল্টু জয়লাভ করল।

রাজ্য পেল,,রাজকন্যা ও পেল।
গল্প শোনা গল্প গল্প শোনা গল্প Reviewed by sagor on 12:07 PM Rating: 5

No comments:

Powered by Blogger.