জানি তুমি বালু চরে বাঁধবে না ঘর
জানি তুমি বালু চরে বাঁধবে না ঘর ,
তাইতো তুমি হয়ে গেলে পর।
চলে গেলে দূরে ফেলে বুকটা শুন্য করে,
ভাবতে অবাক লাগে
এমন পাষানি হতে পারলে কি করে।
হৃদয় কেটে রক্ত দিয়ে লেখতে চিঠি,
চিঠিতে লিখতে তুমি ছারা বাচবো না
ভালো বেসে সবাইতো সার্থক হয় না।
উকি দিয়ে দেখতে তুমি তেমার তোমার প্রিয় মুখটি
কাছে গিয়ে আদর করতে এ আমার লক্ষী টি।
তাইতো তুমি হয়ে গেলে পর।
চলে গেলে দূরে ফেলে বুকটা শুন্য করে,
ভাবতে অবাক লাগে
এমন পাষানি হতে পারলে কি করে।
হৃদয় কেটে রক্ত দিয়ে লেখতে চিঠি,
চিঠিতে লিখতে তুমি ছারা বাচবো না
ভালো বেসে সবাইতো সার্থক হয় না।
উকি দিয়ে দেখতে তুমি তেমার তোমার প্রিয় মুখটি
কাছে গিয়ে আদর করতে এ আমার লক্ষী টি।
জানি তুমি বালু চরে বাঁধবে না ঘর
Reviewed by Unknown
on
12:02 PM
Rating:
No comments: