নববর্ষ তোমাকে অভিনন্দন
শামীম আহম্মেদ জয়
বিদায় বছর কে জানাই অভিনন্দন
নবীন নববর্ষ কে জানাই সম্বাষোন
ফুলে ফুলে ভরে দিও আমাদের সুন্দর জীবন
নবীন বছর কে জানাই শত শত সালাম
সঠিক পথে রেখিও তুমি সু সম্মান
চাই আমি তোমার কাছে তুমি রহিম রহমান
সত্যে পথের পথিক করো কর নির্মান
রবির কাছে চাই আমি সুন্দর সুন্দর সকাল
রোদেলা দুপুর সোনালী বিকাল
বৃক্ষের কাছে চাই আমি ছায়া করে রেখো
হিমেল হাওয়া দিও উড়ায়া দিও পাল
মেঘের কাছে চাই আমি মাঝে মাঝে বৃষ্টি
কবির কাছে চাই আমি নতুন ছন্দে সৃষ্টি
নববর্ষ তোমাকে অভিনন্দন
Reviewed by sagor
on
11:54 AM
Rating:
No comments: