মিথ্যা কথা বলার ফল।
বল্টু মারা গেছে...
বল্টু, স্বর্গে গিয়ে দেখলো, ওখানে প্রচুর ঘড়ি
রাখা আছে।
বল্টু দেবদুত কে জিজ্ঞাসা করলো, এখানে এত ঘড়ি
কেনো রাখা আছে ?
দেবদুতঃ এগুলো হল মিথ্যা ঘড়ি,
সবার জন্য একটা করে ঘড়ি রাখা আছে।
যখনই কেউ মিথ্যা কথা বলবে,
তখনই তার ঘড়ি ঘুরবে।
বল্টু তখন একটা ঘড়ি দেখিয়ে জিজ্ঞাসা করলো,
এটা কার ঘড়ি, একদমই ঘোরেনি ?
দেবদুতঃ এটা মাদার তেরেসার ঘড়ি,
এটা কখনো ঘোরেনা।
কারন উনি মিথ্যা কথা বলেন না।
বল্টু তখন খুব উৎসাহিত হল এবং জিজ্ঞাসা করলঃ
আচ্ছা, আমার ঘড়িটা কোথায় ?এখানে দেখতে পাচ্ছিনা তো!!
দেবদুতঃ ওটা আমাদের অফিসে রাখা আছে, ওটা আমরা
এখন টেবিল ফ্যান হিসেবে ব্যবহার করি!!!
মিথ্যা কথা বলার ফল।
Reviewed by sagor
on
11:44 AM
Rating:
No comments: