SEO Friendly Site Navigation | Friends Club ICT

SEO Friendly Site Navigation | Friends Club ICT
SEO Friendly Site Navigation | Friends Club ICT

আজ আমি আপনাদের সাথে আলোচনা করব । Site Navigation কি? এবং সাইট নেভিগেশন কেন করতে হয়?
হোম Page বা মুল পাতা ভিত্তিক নেভিগেশন তৈরী করুন। User যেন হোম Page থেকে আপনার সাইটের সব Page যেতে পারে । এবং সে যেন বুঝতে পারে । যে, এখন কোন Page আছে।এজন্য breadcrumb এই পদ্ধতি ব্যবহার করুন। যেমন

seo-breadcrumbs

 User যদি URL এর কোন নির্দিষ্ট অংশ Delete  দিয়ে উপরের কোন ডিরেক্টরি বা Page যেতে চায় তাহলে যেন যেতে পারে।এখানে যেন 404 error page not found এসব এরর না দেখায়। যেমন User যদি নিচের লোকেশনে থাকে এবং শেষের oophp টুকু User এড্রেসবার থেকে Delete দেয় তাহলে যেন তার আগের Page চলে যায় । কোন Error messages দেখানো ছাড়াই। সাইটের নেভিগেশনের জন্য অর্থ্যাৎ এক Page থেকে অন্য Page যাওয়ার জন্য Text Link ব্যবহার করুন এতে করে Search Engine আপনার সাইটকে ভাল করে বুঝতে পারে।নেভিগেশন যদি জাভাস্ক্রিপ্ট, ফ্লাশ বা Dropdawon Menu দিয়ে করেন তাহলে অনেক Search Engine এই পরিস্থিতিতে হয়রান হয়ে যায় । অনেক Search Engine crawl করতে পারেই না । তাই এগুলো এড়িয়ে চলা উচিত। আমার লেখাটি আপনার কাছে কেমন লাগলো তা মন্তব্য করতে ভুলবেন না। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ।
SEO Friendly Site Navigation | Friends Club ICT SEO Friendly Site Navigation | Friends Club ICT Reviewed by Unknown on 5:32 PM Rating: 5

No comments:

Powered by Blogger.