পাঁচ টাকা


জি ,মোস্তফা এল্লা গাড়ীর আসকর মিয়া, ভিক্ষা করে খায়।
 পিঠের পরে সাদা ঝোলায় , দোতারা দেখা যায়।
 পায়ে আছে বে সানান এক, নাগরা জুতা জোড়া ।
 মুখে কাঁচা পাকা দাড়ি, বয়স ষাটে পড়া ।।
 গান গেয়ে তার ভিক্ষা করা , কাজের পেষা খুঁজে।
 জরিনার গান সব দরজায় , কন্ঠে তাহার বাজে।।
 ইতর ছেলে গলির মাঝে, বসায়েছে আর মজমা।
 গেলাম আমি দেখি গানের, তাল যন্ত্রের কি মহিমা।।
 জরিনার গান বেসুরে গওয়া . দোতারার বাজনা আনে।
 শত হাসি তাই নারী পুরুষের , গান গেয়ে সে ধন্যে ।। 
গনের সাথে নাচও চলল , ভাল লেগেছে ভেবে।
 বিড়ির আগুন জুতার ফাঁকে, কে যে দিল ডুবে।।
 অবাক!হলাম নাচে গাতক, লাফায় এত কেন?
 গানের শেষে জুতা খুলল, কি ….নিদারুন আগুন।।
 হাসিতে বেহুস করুর চোখে, ঝরছে কত পানি।
 দয়া করে তাই অনেকে আবার চাউল দিল আনি।।
 সাজলে গানের মজমা, পাশে গিয়ে আমি বসি।
 ওস্তাদ?আমায় শিখাবে কি গান, টাকা লাগে যত বেশি।।
 যত টাকা চাই তত আমি দিব, আমার বাড়িতে এসে ।
 মাছ গোস্তে ভাত পাতেতে দিব, আরও লাগে চাই আদেশে।।
 সুচকি হাসিয়া কহিল আসকর ওস্তাদ কে তো সনিস।
 শেখা হলে গান গুরু সম্মান, পাঁচ টাকা হাতে আনিস।।
পাঁচ টাকা পাঁচ টাকা Reviewed by Unknown on 9:51 PM Rating: 5

No comments:

Powered by Blogger.