Basic Microsoft Office Word 2007 / Text Effect - 12

আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে লেখাতে বিভিন্ন ধরনের Effect দেওয়া যায় । আসুন আমরা কথা না বাড়িয়ে দেখি। প্রথমে আমি Rabeya Computer লেখাটি লিখবো তারপর তা সিলেক্ট করব । এবার Home  রিবন সিলেক্ট থাকা অবস্থায় Font কমান্ড গ্রুপ এর ডান কোনারে তীর চিহ্ন স্থানে ক্লিক করুন।নিচের চিত্রে  দেখানো হল-

তার পর নিচের মত Font নামে একটা ডায়লগ বক্স আসব্

উপরের চিত্রে প্রথম লাল দাগ স্থানটি হল Effect অপশন এখানে দেখুন অনেক গুলো চার কোনা সাদাঘর আছে। উক্ত ঘরে ক্লিক করুন। তাহলে তার Effect দিত্বীয় লাল দাগ ঘরে অর্থাৎ Preview ঘরে দেখাবে । তারপর আপনি ঠিক করুন কেমন Effect নিবেন। আর যেটা লাগবে না । সেটার টিকচিহ্ন তুলে দিন। তারপর ওকে বাটনে ( লাল গোল দাগ দিয়ে দেখানো হল)  ক্লিক করুন। আপনার লেখার উপর Effect টি পড়ে যাবে। তারপর ও আমি দুই একটি Effect সম্পকে আলোচনা করলাম।
১) Strikethrough :- এটা টিক চিহ্ন দিলে আপনার লেখার মাঝে একটা দাগ দেখতে পাবেন।
২)  Double Strikethrough :- এটা টিক চিহ্ন দিলে আপনার লেখার মাঝে দুইটা  দাগ দেখতে পাবেন।
বাকি গুলো আপনারা দেখে নিবেন। আমি পরে বিভিন্ন সময় বাকি গুলো নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন । ধন্যবাদ।
Basic Microsoft Office Word 2007 / Text Effect - 12 Basic Microsoft Office Word 2007 / Text Effect - 12 Reviewed by Unknown on 9:57 AM Rating: 5

No comments:

Powered by Blogger.