Basic Microsoft Office Word 2007 /Drop Cap - 15

আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে টেক্সট কে সুন্দর ভাবে সজ্জিত করে, প্রত্রিকার মত Paragraph  এর প্রথম অক্ষরকে বড় করে উপস্থাপন করতে হলে Drop Cap কমান্ড প্রয়োগ করতে হয়। অনেক সময় একই ডকুমেন্টের বিভিন্ন প্যারাগ্রাফের আগেও Drop Cap ফিচার ব্যবহার করতে হয়।
মনে রাখবেন , Drop Cap ফিচারে প্রয়োজনবোধে কোন গ্রাফিক্স ও ব্যবহার করা যেতে পারে।
প্রথমে প্যারাগ্রাফ এর যে কোন স্থানে কার্সর রাখুন । অথবা আপনার পছন্দ মত যে অক্ষরটি আপনি বড় করতে চান তা সিলেক্ট করুন। মেনু থেকে Insert  রিবনটি সিলেক্ট করুন Text কমান্ড গ্রুপ থেকে Drop Cap এর ড্রপ ডাউনে ক্লিক করুন।নিচের চিত্রে দেখুন -

উপরের চিত্রে লাল দাগ দিয়ে দেখানো হল। এবার উপরের চার কোনা লালদাগ হতে Dropped অথবা In Margin যেকোন একটা সিলেক্ট করুন । তাহলে দেখবেন আপনার লেখার  প্যারাথেকে যে অক্ষরটি সিলেকট করা ছিল তা বড় হয়ে গেছে। যেমন স্টাইল ড্রৃপ মেনুতে দেখবেন তেমনি আপনার ডুকুমেন্টে হবে। আর যদি আরও Drop Cap Options চান তাহলে  লাল দাগের  সবার লিচে Drop Cap Options ক্লিক করুন। তাহলে নিচের মত Drop Cap  নামে একটা ডায়লগ  বক্স আসবে। নিচে চিত্র দেওয়া হল -

উপরের চিত্রে থেকে লালদাগ দেওয়া ১ ( এক ) Dropped বা  ২ ( দুই ) In Margin  যেকোন একটা সিলেক্ট করুন।তারপর Lines to drop পাশে লাল দাগ  দিয়ে দেখানো হল।Lines to drop মানে আপনি যে অক্ষরটি সিলেক্ট করছেন। সে অক্ষরটি কত বড় হবে। কয়টি লাইন নিয়ে থাকবে ।যেমন ঃ- আপনারা যখন Dropped সিলেক্ট করেছিলেন।তখন অক্ষরটি তিন লাইন নিয়ে ছিল । এখন আপনি ইচ্ছা মত লাইন নির্বাচন করে দিতে পারেন Lines to drop এর ঘরে সংখ্যা লিখে বা তীরের মাধ্যমে কমিয়ে বাড়িয়ে ।
তারপর দেখুন তার নিচে Distance from text লেখা আছে যার পাশে ০ ( শূণ্য) লেখা আছে সেখানে আপনি আপনার যে অক্ষরটি সিলেক্ট করেছেন বড় করার জন্য তার কত ইঞ্চি ফাকে বা দূরে বাকি লেখা গুলো থাকবে তা নিধারন করুন । লিখে বা তীরের মাধ্যমে কমিয়ে বাড়িয়ে ঠিক করুন । তারপর OK (লাল দাগ দ্বারা দেখানো হল) বাটনে ক্লিক করুন।
আর Drop Cap অপশন বাতিল করতে লেখা সিলেক্ট করে । মেনু থেকে Insert  রিবনটি সিলেক্ট করুন Text কমান্ড গ্রুপ থেকে Drop Cap এর ড্রপ ডাউনে ক্লিক করুন।ওখান থেকে None লেখা বক্সটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। তাহলে সাভাবিক হয়ে যাবে। লেখা বা কোন কিছু নষ্ট হবে না্।
ভাল ভাবে বুঝতে প্রথম থেকে প্রতিটি টিউটরিয়াল পড়ুন । নিজে পড়ুন অন্যকে পড়তে সহযোগিতা করুন । ধন্যবাদ সবাইকে।
Basic Microsoft Office Word 2007 /Drop Cap - 15 Basic Microsoft Office Word 2007 /Drop Cap - 15 Reviewed by Unknown on 12:30 AM Rating: 5

No comments:

Powered by Blogger.