Basic Microsoft Office Word 2007 / Change Cage করা - 14

আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে ছোট হাতের লেখাকে বড় হাতের লেখায় রুপান্তর করা যায়।
প্রথমে সব ছোট হাতের অক্ষরে লিখুন যেমন -  rabeya computer এটাকে পাাঁচ বার কপি পেষ্ট করুন। এবার প্রথমে rabeya computer লেখাটি সিলেক্ট করুন । তারপর Home রিবন থেকে ফন্ট কমান্ড গ্রুপ হতে Change Cage বাটনে ক্লিক করুন। তারপর ড্রপ ডাউন মেনু আসবে। নিচে চিত্রের সাহয্যে দেখানো হল -

উপরে চিত্রের লাল গোল দাগে ক্লিক করুন তারপর লাল চার কোণা মত ড্রপমেনু আসবে। উক্ত ড্রপমেনু হতে  Capitalize Each Work লেখার উপরে ক্লিক করুন। দেখুন টেক্সটির প্রতিটি ওর্য়াড এর প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। 
আবার UPPERCASE লেখাটির উপর ক্লিক করুন দেখুন লেখাটি সব বড় হাতে অক্ষর হয়েছে। 
আবার tOGGLE cASE লেখাটির উপর ক্লিক করুন দেখুন লেখাটির প্রতিটি ওর্য়াড এর প্রথম অক্ষর  ছোট আর বাকি সব বড় হাতের হয়েছে। 
আবার  lowercase লেখাটির উপর ক্লিক করুন দেখুন সব লেখা ছোট হাতের হয়ে গেছে। আর Sentence case লেখাটির উপর ক্লিক করুন দেখুন আপনার সব লেখা Sentence এর নিয়ম অনুযায়ী প্রথম অক্ষর বড় আর বাকি অক্ষর ছোট হাতের হবে। 
Basic Microsoft Office Word 2007 / Change Cage করা - 14 Basic Microsoft Office Word 2007 / Change Cage করা - 14 Reviewed by Unknown on 10:56 AM Rating: 5

No comments:

Powered by Blogger.