Basic M/s Office 2007 পর্ব 02

আগের টিউটরিয়াল দেখতে নিচের লিম্কে ক্লিক করুন।
 পরিচিতি পর্ব
পর্ব 01
আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভােবে লেখা Cut এবং Copy করতে হয়। তাহলে এখন আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওর্য়াড ২০০৭ চালু করি । তারপর সাদা অংশে কিছু লিখি । সেই লেখা গুলো প্রথমে সিলেক্ট করুন। অথবা কী - বোর্ড হতে । Shift বাটন চেপে ধরে এ্যারো  কী বা মুভীং কী চাপুন / CTRL চেপে ধরে কী - বোর্ড থেকে A বাটন একবার চাপ দিয়ে ছেড়ে দিন। তারপর যদি কপি করতে চান তাহলে
Home মেনু হতে (1 লাল তীর দিয়ে দেখানোহযেছে) Copy লেখা স্থানে ক্লিক করুন ।অথবা কী - বোর্ড হতে Ctrl চেপে ধরে একবার C চেপে ছেড়ে দিন। তার পর যে স্থানে পেষ্ট করতে চান। সেখানে মাউস নিযে একবার ক্লিক করুন । অথবা কার্সার টি উক্ত স্থানে নিয়ে কী - বোর্ড হতে Ctrl চেপে ধরে একবার V চেপে ছেড়ে দিন। বাস পেষ্ট হয়ে যাবে। অথবা Home মেনু হতে (৩ লাল তীর দিয়ে দেখানোহযেছে) Paste লেখা স্থানে ক্লিক করুন।
আবার যদি Cut করতে চান তাহলে একই ভাবে লেখা সিলেক্ট করে । তারপর Home মেনু হতে (2 লাল তীর দিয়ে দেখানোহযেছে) Cut লেখা স্থানে ক্লিক করুন । কী - বোর্ড হতে Ctrl চেপে ধরে একবার X চেপে ছেড়ে দিন। তারপর একই ভাবে পেষ্ট করুন।
পরবর্তী পোষ্ট 
Basic M/s Office 2007 পর্ব 02 Basic M/s Office 2007 পর্ব 02 Reviewed by Unknown on 12:35 PM Rating: 5

No comments:

Powered by Blogger.