Basic M/s Office 2007 পর্ব ০১

 Basic M/s Office 2007 পরিচিতি পর্ব পড়তে এ্র্র্র্র্ইখানে ক্লিক করুন।
http://friendsclubict.blogspot.com/2016/06/basic-ms-office-2007.html
আ্জ আমি আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে মাইক্রোসফট ওয়াডে বাংলা ও ইংরাজি লিখতে হয়। নিচের চিত্রে দেখুন।
সাধারণত পেজে লিখলে ইংরাজি হয়। বাংলা লিখতে হলে আপনাকে প্রথম মেনুবার থেকে  Home এ ক্লিক করুন তারপর  1 (এক) লেখা স্থানে ক্লিক করুন । যেখানে এক লেখা আছে এইটার নাম হল ফ্রন্ট (Font)। তার নিচে কিছু সাবমেনু আসবে। ওখান থেকে বাংলার জন্য SutonnyMJ সিল্কেট করুন (যেখানে চিহ্নটি দেওয়া আছে)। তারপর কী-র্বোড থেকে Ctrl বাটন চেপে ধরুন , ছাড়বেন না, তারপর Alt বাটন চেপে ধরুন ছাড়বেন না, এই দুইটি বাটন চেপে ধরে রেখে ইংরেজি বি (B) বাটনে একবার চাপদিয়ে ছেড়ে দিন । বাস এবার আপনি বাংলা লিখতে পারবেন। বাংলা লেখার কিছু নিয়ম আছে । যেমন , একটি কী তে দুটি অক্ষর আছে । একটি অক্ষর সাভাবিক ভাবে লেখা যাবে আর অন্য অক্ষর টি লিখতে কী-বোর্ড থেকে Shift চেপে  ধরে রেখে উক্ত অক্ষরে একবার চাপ দিতে হবে।
এবার আবার ইংরেজি লিখতে হলে  আবার উপরে ফ্রন্টে ক্লিক করুন /এক লেখা স্থানে ক্লিক করুন । এবার নাম্বার তীর চিহ্নটিতে ক্লিক করুন (যেখানে লেখা থাকবে Times New Roman)  আবার কী - বোর্ড থেকে Ctrl বাটন চেপে ধরুন , ছাড়বেন না, তারপর Alt বাটন চেপে ধরুন ছাড়বেন না, এই দুইটি বাটন চেপে ধরে রেখে ইংরেজি বি (B) বাটনে একবার চাপদিয়ে ছেড়ে দিন । হয়ে গেল আবার ইংরেজি । বন্ধুরা এই ছিল আজ আমার টিউটরিয়াল।
পরবর্তী টিউটরিয়াল

Basic M/s Office 2007 পর্ব ০১ Basic M/s Office 2007 পর্ব ০১ Reviewed by Unknown on 10:47 AM Rating: 5

No comments:

Powered by Blogger.