Basic M/s Office 2007-পর্ব -03

পর্ব পরিচিতি
পর্ব ০১
পর্ব -০২
আজ আমি আপনাদের সাথে অফিস মেনু হতে কিভাবে নতুন পেজ / ডুকুমেন্ট নিতে হয় তা নিয়ে আলোচনা করব।
প্রথমে মাইক্রোসফ্ট ওয়াড চালু করুন। তার পর চিত্রে দেখুন।
উপরে অফিস লগো বা অফিস বাটনে ক্লিক করুন তাহলে নিচে কিছু মেনু বার আসবে । তার পর দিত্বীয় তীরে New লেখা স্থানে ক্লিক করুন । তারপর আপনার সামনে নিচের মত একটা ডায়লগ বক্স আসবে।
উপরে বাম দিকে লাল তীর স্থানে Blank Document লেখা স্থানে সিলেক্ট বা এবার ক্লিক করুন । তারপর নিচের দিকে ডান কোনারে লাল তীর স্থানে Creat লেখা স্থানে ক্লিক করুন । তাহলে আপনার সামনে আর একটা ডুকুমেন্ট ওপেন হবে। অথবা কী - বোর্ড থেকে Ctrl  চেপে ধরে একবার  N চেপে ছেড়ে দিন।তাহলে আপনার সামনে নতুন ডুকুমেন্ট ওপেন হবে।
 প্রথম কোন ডুকুমেন্ট নিলে তার নাম থাকে ডুকুমেন্ট ওয়ান আর পরে নতুন ডকুমেন্ট নিলে তার নাম থাকে ডকুমেন্ট টু।ডুকুমেন্টের নাম থাকে সবার উপরে নিচের চিত্রে ডুকুমেন্টের নাম লাল দাগ দিয়ে দেখানো হল।
আজ এ পযন্ত । ধন্যবাদ সবাইকে । যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করুন। সবার সাথে ।এবং কোন সমস্যা থাকলে কমেন্ট করুন।

পরবর্তী পোষ্ট দেখতে এখানে ক্লিক করুন




Basic M/s Office 2007-পর্ব -03 Basic M/s Office 2007-পর্ব -03 Reviewed by Unknown on 4:44 PM Rating: 5

No comments:

Powered by Blogger.